ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

সিলেট বিভাগে আরও ৮ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ২৩ জুলাই ২০২১

সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৪ জন। আজ শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এতথ্য নিশ্চিত করে।

তথ্যনুসারে গত একদিনে মৃত ৮ জনের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুবরণ করেন ৬০৬ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় ৪৮৪, সুনামগঞ্জের ৪৩, হবিগঞ্জের ২৮ ও মৌলভীবাজার জেলার ৫০ জন রয়েছেন।

এদিকে গত একদিনে করোনায় আক্রান্ত ৩৮৪ জনের মধ্যে সিলেট জেলার ২০০, সুনামগঞ্জ ৩৬, হবিগঞ্জ ৪২ ও মৌলভীবাজার জেলার ৪৭ জন রয়েছেন। বিভাগে গত একদিনে মোট ৯৩৫ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৩৮৪ জনের ফলাফল করোনা পজিটিভ আসে, এতে বিভাগে সংক্রমণের শতকরা হার হচ্ছে ৪০.০৭ ভাগ। এনিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট প্রমাণিত রোগীর সংখ্যা ৩৪ হাজার ৮৬৪ জনে দাড়িয়েছে।

গত একদিনে বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ্য হয়েছেন ২৫২ জন, এনিয়ে বিভাগে করোনা থেকে মোট সুস্থের সংখ্যা হচ্ছে ২৭ হাজার ৭১২ জন। গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন  রোগী,এনিয়ে বর্তমানে মোট হাসপাতালে চিকৎসারত রয়েছেন ৩৯৮ জন।

অপরদিকে, গত একদিনে আরও ১৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে। এনিয়ে বিভাগের চার জেলায় মোট ২ হাজার ৯৬ জন বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
 
এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি