ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

মারা গেলো শ্রীমঙ্গলের সেই বানরটি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৫, ২৪ জুলাই ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর দাবড়িয়ে বেড়ানো সেই বিশাল বানরটি মারা গেছে। আজ শনিবার সকালে শহরের মৌলভীবাজার সড়কে ৩৩ কেবি বৈদ্যুতিক তারে জড়ালে তার মৃত্যু হয়। পরে নিজ আবাসভূমেই সমাহিত করা হয় প্রাণীটিকে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে বানরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব। 

সজল দেব জানান, বানরটি লম্বায় প্রায় তিনফুট। গত এক বছর ধরে এটি শহরে বিভিন্ন আবাসিক এলাকার গাছগাছালিতে ঘুরে বেড়াতো। বনবিভাগ তাকে বনে ফিরিয়ে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। বানটি এতো বড় ছিলো যে সহজেই এটি মানুষের চোখে পড়তো।

বানরটি যেভাবে আবাসিক এলাকায় ঘুড়ে বেড়িয়েছে তাতে প্রাণীটির প্রতি মানুষের ভালোবাসা জন্মে। সকালে মৌলভীবাজার সড়কে বানরটির মৃত দেহ দেখে অনেকেই বিষন্ন হন। দুপুরের দিকে বানটিকে বন বিভাগ লাউয়াছড়া বনের জানকীছড়ায় মাটি চাপা দেয়া হয়।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি