ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ছুটি শেষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানী শুরু 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ২০:২৩, ২৬ জুলাই ২০২১

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয় দিনের জন্য ছুটি শেষে পুণরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 

আজ সোমবার থেকে ১২ টিরও বেশী ট্রাকে মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী ভারতে রপ্তানি করা হয়। আখাউড়া আমদানী-রপ্তানিকারক অ্যাসোশিয়েসনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম জানান ,ঈদুল আযহা উপলক্ষে বন্দরে ছয় দিনের ছুটি শেষে ফের আমদানি-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরের কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে। 

তবে ছুটির সময় আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি স্বাপেক্ষে যাত্রী পারাপার করেছে। 

প্রসঙ্গত, রপ্তানীমূখী এ বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাথর, মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী রফতানি করা হয়। 

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি