ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু ১৬

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪২, ২৭ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ১১ জন এবং করোনা ওয়ার্ডে ৫ জন মারা যান। আর এ নিয়ে শেবাচিমে করোনায় মোট মৃত্যু হলো ১ হাজার ৩৩ জনের। 

আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 
হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ২৫৭ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১০৩ জন করোনা ওয়ার্ডে এবং ১৫৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। 

এ পর্যন্ত এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৪ হাজার ২২৩ এবং করোনা ওয়ার্ডে ১ হাজার ৮৫৩ জন ভর্তি হয়েছেন। যার মধ্যে আইসোলেশন ওয়ার্ড থেকে ৩ হাজার ৩১৭ এবং করোনা ওয়ার্ড থেকে ১ হাজার ৪৬৯ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি