ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক্টর উল্টে নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৯, ২৯ জুলাই ২০২১

কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় বালু বোঝাই একটি ট্রাক্টর উল্টে ৩ জন নিহত হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সোয়া ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম (৪০), রংপুরের আবদুল খালেকের ছেলে শ্রমিক ফয়জার রহমান (৪০) ও কাভার্ডভ্যান চালক লিটন (৪০)। এছাড়া মারাত্মক আহতাবস্থায় ট্রাক্টর চালক আমির হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে হাড়িখোলা মাজার এলাকার মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিল শ্রমিকরা। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টরে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটিও উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় কাভার্ডভ্যান চালকের। 

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ চালায়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি