ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

সিএনজির ধাক্কায় রিক্সাচালক নিহত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২১, ১ আগস্ট ২০২১

ঢাকার দোহার উপজেলায় সিএনজির ধাক্কায় আলী (৬৫) নামে এক রিক্সাচালক নিহত হয়েছে। রোববার (১ আগস্ট) সকালে উপজেলার মাহমুদপুর পুলিশ ফাঁড়ির সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রোববার সকালে ঢাকা থেকে আসা মৈনটঘাটগামী সিএনজি ব্যাটারীচালিত রিক্সাকে ধাক্কায় দেয়। এতে রিকশাচালক আলী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় সিএনজি চালক রাকিবুল ইসলামকে আটক করেছে পুলিশ। রাকিবুল কেরানীগঞ্জের কদমতলী এলাকার নজরুল ইসলামের ছেলে। অপরদিকে নিহত আলী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত মিনাজ উদ্দিনের ছেলে।

দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, এ ঘটনায় সিএনজিসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি