ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

বরিশালে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৩

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৬, ৭ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পজিটিভ শনাক্ত আটজন এবং উপসর্গ নিয়ে মারা যান ১৫ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১শ’ ৯৫ জন। যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন শনাক্ত।

শনিবার (৭ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলশেন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৫ জন এবং করোনা ওয়ার্ডে পজিটিভ শনাক্ত তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হওয়ার পর মৃতদের মধ্যে বরিশালের তিনজন, ভোলার তিনজন ও ঝালকাঠির দুইজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫শ’ ৩৬ জনে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১শ’ ৯৫ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮শ’ ১৭ জনে। 

এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২০ হাজার ৬শ’ ১৮ জন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি