ঢাকা, শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪

নরসিংদীর ৯৩টি কেন্দ্রে করোনার টিকাদান

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ৭ আগস্ট ২০২১

সারাদেশের ন্যায় নরসিংদীতেও শুরু হয়েছে করোনার গণটিকা কার্যক্রম। আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকাদান চলবে বিকাল ৩টা পর্যন্ত।

শিবপুরের পুটিয়া ও আইয়ুবপুর ইউনিয়র পরিষদের দুটি কেন্দ্রে সুশৃঙ্খলভাবে গণটিকা কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভুইয়া রাখিল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারহানা আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নরসিংদী জেলার ৬ উপজেলার ৭২টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার প্রতিটি বুথে ২০০ জনকে দেওয়া হচ্ছে সিনোফার্মের প্রথম ডোজ টিকা। মোট ৯৩টি কেন্দ্রে ৪৭ হাজার ৪০০ ডোজ টিকা দেয়া হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি