ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

বরিশালে বিভাগে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২২

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৬, ৯ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

বরিশালে করোনায় মৃতের সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা কমেছে। বিভাগের ৬ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৮৮ জন এবং গত ২৪ ঘণ্টায় পজিটিভ শনাক্ত ও উপসর্গ নিয়ে মারা যায় ২২ জন। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৫ জনের মৃত্যু হয়।

সোমবার (৯ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস ও হাসপতাল সূত্রে এ তথ্য জানা যায়।

গত ২৪ ঘন্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৫ জনে এবং করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ২ জন রোগীর মৃত্যু হয়েছে।  এছাড়া বরিশাল জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৩ জন। আক্রান্তের হার শতকরা ১২ দশমিক  ২৩ ভাগ। এ নিয়ে জেলায় মোট মৃত্যু ১৮৯ এবং এ পর্যন্ত আক্রান্ত হলো ১৫ হাজার ৮৬৬ জন। 

এছাড়া বরিশাল বিভাগের ৬ জেলায় করোনায় পজিটিভ রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৪ জনে। মোট আক্রান্ত ৩৮ হাজার ৬৮৪ জন। 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে বর্তমানে ২৭৭ জন রোগী ভর্তি আছে। হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২৩ জন। আক্রান্তের হার  ১২ দশমিক ২৩ শতাংশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি