ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৯, ১১ আগস্ট ২০২১

বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। করোনায় বন্ধকালীন সময়ের সেশন চার্জসহ সকল ফি মওকুফের দাবিতে সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে।

আজ বুধবার (১১ আগস্ট) বেলা ১১টা থেকে কলেজের সামনে জড় হয়ে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে সড়কে যান চলচল বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি ২৪শ’ টাকার মত হলেও কলেজ কর্তৃপক্ষ সেশন ফি, পরিবহন ফি এবং অনান্য ফি মিলিয়ে ৬ হাজার টাকার উপরে ধার্য করেছে। যেটা করোনায় ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের দেয়া সম্ভব নয়। তাই ফি কমানোর জন্য তাদের এই আন্দোলন।

এনিয়ে কলেজ অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার্থীরা সেশন ফি দেয়নি এটা না দিলে কলেজ চলবে কিভাবে। তারপরও তিনি ধার্য্য চার্জ থেকে দুইশ’ টাকা কমিয়েছেন। এখন ফের আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি