ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

মেহেরপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৩, ১৫ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৫ আগস্ট রোববার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রসাশক ড. মনসুর আলম খাঁন। এরপর একে একে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইবরাহীম শাহীন, জজ কোর্টের পিপি এ্যাড. পল্লভ ভট্টাচার্য, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

স্বাস্থবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটিকে সাজানো হয়। এর মধ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন ও কবিতা পাঠসহ বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি