ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫২, ১৯ আগস্ট ২০২১

সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের ১২ ঘন্টা পর ৭ বছরের শিশু মেহেদী হাসানের লাশ উদ্ধার করা হয়েছে। বাড়ির পাশের দমদম বাজার সড়কের শহাতলার মোড়ে রাখা পাটের নিচে তার মরদেহ পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাতলার মোড়ে কৃষক গৌর চন্দ্র পাট কেটে তাড়ী বেধে রাস্তার দুই ধারে রাখে। সেই পাটের ৪-৫টি তাড়ী ধান ক্ষেতে পড়ে থাকা অবস্থায় কৃষক ইসমাইল হোসেন বুধবার বেলা ২টার দিকে দেখতে পান পাটের নিচে মানুষের মাথা। তখন তিনি চিৎকার করলে এলাকার মানুষ জড়ো হয়।

পরে এলাকাবাসী ওই পড়ে থাকা পাটের নিচ থেকে লাশটি তুললে দেখতে পান হারিয়ে যাওয়া শিশু মেহেদী হাসান। 

খবর পেয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেনসহ থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সাতক্ষীরার অরিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সামসুল হক ঘটনাস্থলে আসেন। এসময় সেখানে উপস্থিত হন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য আসলাম হোসেন দুলালসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 

ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, মঙ্গলবার (১৭ আগস্ট) উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি মাঠপাড়া এলাকার ৭ বছরের শিশু মেহেদী হাসান নিখোঁজের ঘটনাটি শিশুর বাবা ইজিবাইক চালক মহিদুল ইসলাম জানিয়েছেন। 

নিহত শিশুর বাবা মহিদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে কাজের উদ্দেশ্যে গেলে বাড়ি থেকে স্ত্রী খাদিজা খাতুনের ফোন আসে। সে জানায় বাচ্চা মেহেদী হাসানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাৎক্ষণিকভাবে বাড়ি ফিরে এসে আশপাশে পুকুর জলাশয় সব জায়গায় খোঁজাখুজির পর মাইকিং করে তাকে পাইনি। 
শিশুরটির মা খাদিজা খাতুন জানান, মঙ্গলবার দুপুরে ভাত খেয়ে বিকালে কাউকে কিছু না বলে মেহেদী হাসান ও একই বয়সী রাকিব খেলতে গিয়েছিল দামেদরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। পরে রাকিব বাড়িতে আসলেও মেহেদী হাসানকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। বুধবার (১৮ আগস্ট) বেলা ২টার দিকে রাস্তায় রাখা পাটের আঁটির নীচ থেকে এলাকাবাসী মৃত অবস্থায় তার ছেলেকে উদ্ধার করে।

চাষী ইসমাইল হোসেন জানান, ধানের ক্ষেতে ওষুধ ছিটাতে গিয়ে দেখি পাটের আটি নীচে মানুষের মাথাটা। তা দেখে চিৎকার দিয়ে উঠি। পরে লোকজন ছুটে এসে উদ্ধার করলে দেখি পার্শ্ববর্তী গ্রামের মহিদুল ইসলামের নিখোঁজ ছেলে মেহেদী হাসান। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, মঙ্গলবার শিশুর নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। বুধবার বেলা ২টার দিকে পাটের আটির নিচ থেকে ওই শিশুর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এদিকে শিশু মেহেদী হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি