ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

চকলেট কিনতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৫, ১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৮:৩৭, ১ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে হিমেল বাবু নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হাউলি ইউনিয়নের বড়দুধপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে। হিমেল বাবু একই গ্রামের পূর্বপাড়ার দিনমজুর মহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মায়ের দেওয়া পাঁচ টাকা নিয়ে বাড়ির পাশের দোকানে চকলেট কিনতে যায় হিমেল। এসময় রাস্তার পাশে থাকা একটি বিষধর সাপ হিমেল বাবুর পায়ে কামড় দেয়। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পেরে হিমেলকে ওঝার কাছে নেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে হিমেল। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন জানান, পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি শিশুটিকে সাপে কামড় দিয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি