ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বরিশালে ইউএও’র বাসায় হামলার মামলায় ১২ আসামীর জামিন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৬, ২ সেপ্টেম্বর ২০২১

বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ

বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ

বরিশালে ইউএনও’র বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় আজ বৃহস্পতিবার ১২ আসামীর জামিন মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। এর মধ্য দিয়ে ইউএনও এবং পুলিশের দায়ের করা দুই মামলায় গ্রেফতার হওয়া ২২ আসামীর সকলেই জামিন পেলেন।

গত ১৮ আগস্ট ইউএনওর বাসভবনে হামলার অভিযোগে দায়ের করা দুটি মামলায় নামে ও বেনামে ছয় শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়েছিল। এর মধ্য থেকে পুলিশ ২২ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করেছিল। গত ২৫ আগস্ট ১০ জনের জামিন মঞ্জুর করেন আদালত। 

অপর ১২ আসামীর জন্য ২৯ আগস্ট জামিনের আবেদন করলে বিচারক তা আজ ২ সেপ্টেম্বর শুনানীর জন্য ধার্য করেন। সে মোতাবেক বৃহস্পতিবার শুনানী শেষে ১২ আসামীর জামিন মঞ্জুর করেন আদালত। 

প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা করে জামানতনামা এবং বরিশাল বারের সভাপতি ও আইনজীবী তালুকদার মোঃ ইউনুসের জিম্মায় এই ১২ আসামীর জামিন মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ মাসুম বিল্লাহ।

এই জামিনের সময়সীমা পুলিশের প্রতিবেদন দাখিল পর্যন্ত। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি