ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতিষ্ঠায় অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ৮ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলায় দেশের তৃতীয় বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতিষ্ঠায় বিরোধী মহলের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

উপজেলার ‘সর্বস্তরের জনসাধারণ’ ব্যানারে বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে কামিনীগঞ্জ ও ভবানীগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জুড়ি উপজেলার ৬৫টি সংগঠনের প্রায় ৪ হাজার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জুড়ি উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় বক্তারা বলেন, লাঠিটিলা বনকে দখলমুক্ত করতে ও বন্যপ্রাণীদের রক্ষায় বন মন্ত্রণালয় দেশের তৃতীয় বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে। ৯৮০ কোটি টাকা ব্যয়ে লাঠিটিলা বনে এ পার্ক স্থাপন করা হবে। কিন্তু সম্প্রতি কিছু উন্নয়ন বিরোধী মহলের এ সাফারি পার্ক প্রতিষ্ঠার বিরোধীতা ও অপপ্রচারের নিন্দা জানান তারা। 

মানববন্ধন থেকে লাঠিটিলা বনে বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়। সেই সঙ্গে অপপ্রচার বন্ধেরও আহ্বান জানান তারা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি