ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

জবই বিল প্রকল্পের সুবিধা পাচ্ছে মৎসজীবীরা: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২১

জবই বিলে মাছের পোনা অবমুক্ত করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

জবই বিলে মাছের পোনা অবমুক্ত করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

সরকার মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবই বিলের উন্নয়নে প্রকল্প গ্রহণের নির্দেশ দেন। এখন জবই বিল প্রকল্পের সুবিধা ভোগ করছেন এখানকার মৎসজীবীরা।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সাপাহার উপজেলার জবই বিলে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, জবই বিলের মাছের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। এখানকার ৮শ’ পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাদের জীবিকা সুরক্ষায় পরিবেশের ভারসাম্য রক্ষা করে বিলে সেচ প্রকল্পের আওতায় সারাবছর পানি ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বিলের চারদিকে বনায়ন করার পাশাপাশি জবই বিলে পর্যটনের সুবিধা কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং মৎসজীবীগণ উপস্থিত ছিলেন।

পরে খাদ্যমন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি