ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

নওগাঁয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সাংস্কৃতিক উৎসব পালিত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৫, ৪ অক্টোবর ২০২১


নওগাঁয় ১৭টি সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে পালিত হলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সাংস্কৃতিক উৎসব। এসময়ে মনোমুগ্ধকর সংগীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করা হয়।
 
রোববার রাতে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক এবং জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার বক্তব্য রাখেন।
 
এতে জেলা শিল্পকলা একাডেমী, আবৃত্তি পরিষদ, নৃত্য নিকেতন, নৃত্যাঞ্জলী একাডেমী, নবনাট্য সংঘ, নওগাঁ থিয়েটার, নওগাঁ বাউল, ত্রি-তাল নৃত্য সংগঠন, হাতেখড়ি, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, লেটো সংগীত দল, সংগীত নিকেতন, মানবাধিকার নাট্য পরিষদ, জেলা মিউজিক্যাল এসোসিয়েশনসহ প্রায় ১৭টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। 

পরে পর্যায়ক্রমে সংগঠনের কলাকুশলীরা মনোমুগ্ধকর সংগীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি