ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

দুই মাদককারবারির যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০২, ৭ অক্টোবর ২০২১

নড়াইলে দুই মাদককারবারিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের দণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো- ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার ব্রজপাটলী গুচ্ছগ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম এবং আব্দুল হাকিম গাজী। আসামিরা পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৭ আগস্ট বিকেলে নড়াইল-যশোর সড়কের আবাদ মোড়ে ইঞ্জিনচালিত আলম-সাধুর বডির ভেতর থেকে এক হাজার ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। 

মামলায় নয়জনের সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়া হয়।

এছাড়া জব্দকৃত ফেনসিডিলগুলো ধ্বংসসহ আলম-সাধু গাড়িটি নিলামে বিক্রি করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ দিয়েছে আদালত।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি