ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গায় ডিম দিবসের শোভাযাত্রা ও সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩১, ৮ অক্টোবর ২০২১

‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’-এই স্লোগানে শুক্রবার চুয়াডাঙ্গায় ‘বিশ্ব ডিম দিবস’ পালিত হয়েছে। জেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ বিভাগ কার্যালয় থেকে শোভযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ এইচ এম শামিমুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, ‘সুস্থ জীবনের জন্য আমাদের প্রতিদিন একটি করে ডিম খাওয়া দরকার। ডিম খাওয়ার প্রয়োজনীয়তা গ্রামের মানুষের কাছে পৌঁছাতে হবে। এনজিওরা এ ব্যাপারে অবদান রাখতে পারে।’ 
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি