ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

বেতন না দিয়ে কারখানা লে-অফ, শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ১০ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:৫১, ১০ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরে দুটি পোশাক কারখানা লে-অফ ঘোষণার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। কিছু না জানিয়েই কর্তৃপক্ষ কারখানাটি লে-অফ ঘোষণা করে। রোববার তাদের সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের কথা ছিল।

কারখানার শ্রমিকরা জানান, শনিবার রাত পর্যন্ত কাজ করে সকলেই বাসায় ফিরে যান। রোববার সকাল আটটার আসলে প্রধান ফটকে লিগ্যাল নোটিস দেখতে পান। এতে কারখানার সহস্রাধিক শ্রমিক উত্তেজিত ও বিক্ষুব্ধ হয়ে উঠে। 

এদিকে, একই মালিকানাধীন ভোগড়া এলাকার অপর একটি কারখানার শ্রমিকরা লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভে সড়ক অবরোধ করে রাখে। অবরোধের ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। 

কারখানা কর্তৃপক্ষ তাদের লে-অফ নোটিশে উল্লেখ করেছে যে, ‘করোনা মহামারীর কারণে তাদের কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কারখানাটি চালানোর জন্য তাদের সামর্থ্য নেই। তাই আইন মোতাবেক কারখানা ঘোষণা করা হয়েছে।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি