ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:২১, ১৩ অক্টোবর ২০২১

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের ঝলঝলি নামক স্থানে অপরটি বালিয়াডাঙ্গী-লাহিড়ী সড়কের জাউনিয়া এলাকায় মঙ্গলবার রাতে এ দু’টি দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার চাড়োল ইউনিয়নের মকিম উদ্দীন (৫২) ও ভানোর ইউনিয়নের ঝলঝলি গ্রামের মৃত তসর মোহাম্মদের ছেলে আলহাজ্ব নাসির উদ্দীন(৭০)। আহত ব্যক্তি আব্দুস সোবহান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে নেকমরদ থেকে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান ও নাসির উদ্দীন দুইজন দুই মোটরসাইকেল যোগে বালিয়াডাঙ্গীতে আসছিলেন পথে একে অপরের মোটরসাইকেলে ধাক্কা লাগলে নাসির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। 

এ ঘটনায় আব্দুস সোবহান গুরুতর আহত হলে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুরে রেফার্ড করা হয়। বুধবার বিকেল পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে লাহিড়ী বাজার থেকে বালিয়াডাঙ্গীতে আসার পথে গোয়ালকারী নামক স্থানে ছাগলের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন ইউপি সদস্য মকিম উদ্দীন(৫০)। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার সকালে মারা যান।

চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী ও বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি