ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

শুক্রবার থেকে রাজশাহী অঞ্চলে বাস ধর্মঘট

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ৪ নভেম্বর ২০২১

ডিজেলের দাম বৃদ্ধির কারণে শুক্রবার সকাল ৬টা থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন রাজশাহীর পরিবহন মালিক-শ্রমিকরা। 

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় তারা।

সংবাদ সম্মেলনে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন, হঠাৎ করে ডিজেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি এবং এর সাথে সমন্বয় করে বাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি সুরাহা করা হয়নি। 

এ কারণে শুক্রবার সকল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যেতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজশাহী বিভাগে কোন ধরনের যানবাহন চলাচল করবে না। বিভাগ ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি