ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪

গাঁজা ফেলে পালালো ছেলে, পুলিশ ধরলো মাকে

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২৬, ৭ নভেম্বর ২০২১

মাদক ব্যবসায়ী ছেলেকে ধরতে না পেরে মাকে ধরে থানায় নিয়ে এলো পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (৬ নভেম্বর) বিকেলে যশোরের বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক সুফিয়া খাতুন ওই গ্রামের আকবরের স্ত্রী।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এক নারী নিজ বাড়িতে মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদে পোর্ট থানার এসআই রোকনুজ্জামানের নেতৃত্বে পুলিশ সুফিয়া খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে। আটক নারী বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

স্থানীয় সূত্রে জানা যায়, সুফিয়ার ছেলে হাফিজুর (২৭)সহ আরও দুজন ওই বাড়িতে গাঁজা কেনাবেচা করছিল। এমন সময় বেনাপোল পোর্ট থানা পুলিশ সেখানে হানা দিলে হাফিজুরসহ ওই দুই মাদক কারবারী সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। 

পরে ছেলেকে আটক করতে না পেরে মাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ, জানায় এলাকাবাসী।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি