ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

খুলে দেয়া হলো মাথাভাঙ্গা নদীর উপর নির্মিত সেতু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫০, ১৪ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় ২২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১৪০ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের মাথাভাঙ্গা নদীর ওপর নতুন নির্মিত সেতুর উদ্বোধন করা হয়েছে। সেতুটির ভার্চুয়াল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

রোববার বেলা সাড়ে ১১টায় মন্ত্রীর উদ্বোধনের পর এ সেতুটি চলাচলের জন্য খুলে দেয়া হয়।

কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) সড়কে ২২ কোটি ৪০ টাকা ব্যয়ে মাথাভাঙ্গা নদীর উপর সেতুটি নির্মাণ করা হয়। 
     
সেতু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ করিম, চুয়াডাঙ্গা পুলিশ জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাসরিন আক্তার, চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মতিয়ার রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন ও বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমুখ।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি