ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

নোয়াখালীতে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের টিকা প্রদান শুরু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪১, ১৫ নভেম্বর ২০২১

টিকা নেয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা

টিকা নেয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা

নোয়াখালীতে প্রথমবারের মত উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার ৯টি উপজেলার ৩৩টি কলেজের প্রায় ২২ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে এই টিকার আওতায় আনা হবে।

সোমবার সকাল ৯টা থেকে জেলা সিভিল সার্জন কার্যালয় ভবনে এ টিকার কার্যক্রম চলে। 

প্রথম পর্যায়ে নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী মহিলা কলেজ ও ভুলুয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের জন্মনিবন্ধন কার্ড দিয়ে ফাইজারের প্রথম ডোজ গ্রহণ করছেন। 

রেজিস্ট্রেশনের ঝামেলা না থাকায় লাইনে দাঁড়িয়ে দ্রুত সময়ের মধ্যে টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। প্রতিদিন ১ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে, জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ টিকা কার্যক্রম চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। টিকা প্রদান কাজে ছেলে ও মেয়েদের জন্য মোট ৪টি বুথে ৮ জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত করা হয়েছে। 

এছাড়াও বিএনসিসি ও রেডক্রিসেন্টের সেচ্ছাসেবীরা প্রতিটি বুথে টিকার কাজে সহযোগিতা করছেন।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সালাউদ্দিন জানান, জেলার ৩৩টি কলেজের এইচএসসি পরীক্ষায় ফরম পূরণকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা ফরমের প্রিন্টআউট কপি নিয়েছেন তাদের টিকা দেওয়া হচ্ছে। পরীক্ষার আগে সকল পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি