ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

পরকীয়া প্রেমের জেরে হত্যার দায়ে আসামির যাবজ্জীবন দণ্ড

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৬, ২৪ নভেম্বর ২০২১

রায়ের পর আসামি পলাশ মিনাকে নিয়ে যাচ্ছে পুলিশ

রায়ের পর আসামি পলাশ মিনাকে নিয়ে যাচ্ছে পুলিশ

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে পরকীয়া প্রেমের জেরে হত্যার দায়ে পলাশ মিনাকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ৫০ হাজার জারিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম জেল দেয়া হয়।  

বুধবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। 

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাশ মিনা আদালতে উপস্থিত ছিলেন। পলাশ ইতনা মধ্যপাড়ার শাহাজাহান মিনার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় ভূক্তভোগী ইসমাইল হোসেন ঠাণ্ডু সরদারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় আসামি পলাশ মিনা। রাতে ঠাণ্ডু সরদার বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। 

পরেরদিন দুপুরে ইতনা বালিকা বিদ্যালয়ের পাশের ক্ষেত থেকে ঠাণ্ডুর লাশ উদ্ধার করে পুলিশ। আসামি পলাশ মিনা ভূক্তভোগী ঠাণ্ডু সরদারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। 

এ ঘটনায় নিহত ঠাণ্ডুর মা গোলাপী বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি