ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া তরুণী

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৫, ২৪ নভেম্বর ২০২১ | আপডেট: ২২:২১, ২৪ নভেম্বর ২০২১

ভারতে পাচার হওয়ার দুই বছর পর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে রতনা খাতুন (২৩) নামে এক তরুণীকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন। ফেরত আসা তরুণী যশোর জেলার বাসিন্দা। 

তাকে গ্রহণ করতে আসা এনজিও জাস্টিক এন্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা রোকেয়া খাতুন জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে দুই বছর আগে তাকে ভারতে পাচার করে দালালরা। পরে ভারতীয় পুলিশ তাকে উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে আশ্রয় হয় ভারতের গুজরাটের একটি এনজিও সংস্থার শেল্টার হোমে। পরে দু‘দেশের মধ্যে চিঠি বিনিময়ের পর আজ মঙ্গলবার দেশে ফেরে। তাকে বেনাপোল পোর্ট থানা থেকে নিয়ে যশোরে সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, ইমিগ্রেশনের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা তরুণীকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি