ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নোয়াখালীতে ভিটামিন এ প্লাসের আওতায় সাড়ে ৫ লাখ শিশু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৪, ৯ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৮:০৫, ৯ ডিসেম্বর ২০২১

আগামী ১১ ডিসেম্বর থেকে সারাদেশের ন্যায় নোয়াখালীতেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইন চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। এবার প্রায় ৫ লাখ ৪৪ হাজার ৩৩০ শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে ফ্রেস বিফিংএ তথ্যগুলো জানান জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভায় ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৮৫ হাজার ২৮৭ জন শিশুকে এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে। ভিটামিন এ প্লাস দেওয়া হবে ৬ থেকে ১১ মাস বয়সী আরও ৫৯ হাজার ৪৩ শিশুকে। 

জেলার মোট ৯১টি ইউনিয়ন ও ২টি পৌরসভা ২২৮৭টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। এ কাজে ৮৮৮জন মাঠকর্মী ও ৪৫৭৪জন সেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি