ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে অ্যাপস তৈরি হচ্ছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ১০ ডিসেম্বর ২০২১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, মোবাইল অ্যাপস, গেমস ইত্যাদির মাধ্যমে নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য মোবাইল  অ্যাপস, গেমস ইত্যাদি তৈরির কাজ চলছে।

আজ শুক্রবার মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় যুদ্ধক্ষেত্রে নির্মিত স্মৃতিসৌধে পুষ্প অর্পণ শেষে সাংবাদিকদেও তিনি এ কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে তৈরি করছে সরকার।

মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে। এ ছাড়া দেশের প্রতিটি জেলা ও ৪০১ টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি হয়েছে। প্রত্যেক উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলার সব মুক্তিযোদ্ধার নাম ও জেলা মুক্তিযোদ্ধাদের নাম জেলা কমপ্লেক্সে খোদাই করে লেখা হবে, সেই পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রতিটি ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষণ করতে হবে। সেটা যুদ্ধ জয়ের গৌরবে হোক, কিংবা পাকিস্তান  হানাদার বাহিনীর নৃশংসতার হোক। সঠিক ইতিহাস জেনেই নতুন প্রজন্ম তাদের পথ বেছে নেবে। 

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, স্থানীয় সরকার অধিদপ্তরের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মাদারীপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি