ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

প্রতিটি বাহিনীকে দক্ষ করার কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ২১ ডিসেম্বর ২০২১

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকার ২০৪১ সালের মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। এর মধ্যেই বাংলাদেশ উন্নত দেশের তালিকায় অর্ন্তভূক্ত হবে। এলক্ষ্যে প্রতিটি বাহিনীকে দক্ষ করে গড়ে তোলার জন্য এগিয়ে এসেছে সরকার।

মঙ্গলবার দুপুরে মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধে তৎকালিন ইপিআর বর্তমানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালে কুষ্টিয়ার ব্যাঙগাড়ির মাঠে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ হয়েছেন তৎকালীন ইপিআরের সদস্য ওয়ালিউল বারি। তাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে। তিনি মেহেরপুরেরই সন্তান। 
  
তিনি আরও বলেন, ১০ থেকে ১২ বছর আগে গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা ছিলো। সে সড়কগুলো এখন পাকাকরণ করা হয়েছে। এতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গতি এসেছে। দেশের উন্নয়নকে গতিশীল করতে সরকার আরও ১০৩টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডঃ মোঃ মনছুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন, পুলিশ সুপার রাফিউল আলম প্রমুখ। 

পরে শহরের স্টেডিয়াম পাড়ার কার্যালয় চত্তরে এ সমাবেশে অংশ নেন জেলার আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি