ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৬, ২৫ ডিসেম্বর ২০২১

পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার ৭ ইউনিয়নে রোববার অনুষ্ঠিত হবে নির্বাচন। এ লক্ষে কেন্দ্রে কেন্দ্র পাঠানো হয়েছে বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম।

শনিবার দুপুর থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।

৭ ইউনিয়নের মধ্যে ৫টিতে ব্যালটে এবং ২টিতে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ হবে।

নির্বাচনে ৬৩ ওয়ার্ডের ৬৬টি কেন্দ্রে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনী মাঠে বিজিবি, পুলিশের মোবাইল টিম ও র‌্যাবের মোবইল টিম মোতায়েন করা হয়েছে।

১ লাখ ১২ হাজার ৮শ’ ৯৬ জন ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ সদস্য পদে ২৪৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি