ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাটনি ভেবে কীটনাশক খেয়ে ৪ শিশু হাসপাতালে

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৯, ২৯ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১১:৫৩, ২৯ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় চাটনি ভেবে কীটনাশক খেয়েছে চার শিশু। গুরুতর অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার কাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

চার শিশু হলো, শার্শা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী মহিনুজ্জামান রাজনের ভাইপো আজগার আলী (১০),  কাজী শহিদুর জামান শিল্পীর কন্যা কাজী স্নেহা (৮), জাবেরের ছেলে নাসির (৭) ও হামিম হোসেনের ছেলে তামিম ইকবাল (৫)।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিনুজ্জামান রাজন বলেন, শিশুরা চারজন একসাথে খেলতে খেলতে কাজীপাড়া মেইনরোড ধরে যাওয়ার সময় পাশে পড়ে থাকা সিনজেন্টা কোম্পানির কীটনাশকের একটা ছোট্র প্যাকেট পায়। সেটি চাটনি মনে করে খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে।

তাদের প্রথমে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। যশোরের নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক বলেন, ২৪ ঘন্টা পার না হলে কিছু বলতে পারবো না।

এ ঘটনায় ওই চার শিশুর পরিবারের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি