ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৫, ১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নববর্ষের প্রথম দিনে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৩১ হাজার ৬৮ লাখ বই বিতরণ করা হয়েছে।

শনিবার এই তথ্য নিশ্চিত করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে এম শফিউল্লাহ।  জেলার ৯ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, ভোকেশনাল ১ হাজার ৬৭১টি বিদ্যালয়ের ৪ লাখ ৪০ হাজার শিক্ষার্থীর মাঝে ৫৩ লাখ ৭৯ হাজার বই বিতরণ করা হবে।

সকাল ১০টা হতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের হাতে শিক্ষক ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত থেকে নতুন বই তুলে দেন। 

নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। নতুন উদ্যোমে লেখাপড়া চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্রছাত্রীরা। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি