ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কনকনে ঠাণ্ডায় কুড়িগ্রামে জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫১, ২ জানুয়ারি ২০২২

উত্তরীয় হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডায় কুড়িগ্রামে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। আকাশে ঘন মেঘে সূর্য্য ঢেকে থাকায় দিনের বেশিরভাগ সময় প্রাকৃতিক উষ্ণতাও পাচ্ছে না মানুষ। 

কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা দিনে দিনে আরও কমতে পারে। 

কুড়িগ্রামের আকাশে ঘন মেঘ কেটে গেলে তাপমাত্রা আরও নীচে নেমে আসতে পারে বলে জানায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটছে জেলার হতদরিদ্র নিম্নআয়ের মানুষদের। খরকুটো জলিয়ে ঠাণ্ডা নিবারণের চেষ্টা করছেন তারা। এদিকে, প্রচণ্ড ঠাণ্ডায় গরু-ছাগলসহ বিভিন্ন গবাদি পশুরাও পড়েছে কষ্টে। 

এখন পর্যন্ত সরকারিভাবে ৯ উপজেলায় ৩৫ হাজার ৫শ’ কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে ভূক্তভোগীরা জানান।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি