ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

একুশে টেলিভিশনজয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৩, ২ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

জয়পুরহাটে পাঁচ শতাধিক ছিন্নমূল, অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটি। 

রোববার (২ জানুয়ারি) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিট কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় রেড ক্রিসেন্টের জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম হক্কানি, যুব প্রধান তারেক দেওয়ান উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান আরিফুর রহমান রকেট বলেন, কনকনে ঠাণ্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মানুষ কম্বল পেয়ে মহাখুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি