ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্যকে গণধোলাই

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৩, ২ জানুয়ারি ২০২২


ঝালকাঠির তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের কনস্টেবল (নং-৩২৫) মিখাইল আজম ভূয়া পরিচয়ে চাঁদাবাজিকালে গণধোলাইর শিকার হয়েছেন। পরে স্থানীয় জনতা তাকে থানায় সোপর্দ করে।

শনিবার সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরী এলাকায় এঘটনা ঘটে। 

ভান্ডারিয়া থানা পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়ে ঝালকাঠি পুলিশ বিভাগকে জানালে ওই রাতেই তাকে উদ্ধার করে পুলিশ লাইনসে রাখা হয়।

ভান্ডারিয়া থানা পুলিশ ওসি (অপারেশন) মাসুমুর রহমান বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার ইকরী এলাকার লোকজন মিখাইল আজমকে ভূয়া পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক করে থানায় সংবাদ দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এসময় সে নিজেকে তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের কনস্টেবল পরিচয় দেয়। বিষয়টি ঝালকাঠি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়।

এ ব্যাপারে কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহাবুবুল ইসলাম জানান, শনিবার বিকালে কনস্টেবল মিখাইল একটি মামলার সমনাদেশ নিয়ে উপজেলার বানাই গ্রামে বিবাদীর বাড়িতে যান। তাকে বাড়িতে না পেয়ে পার্শবর্তী ভান্ডারিয়ার ইকরী বাজারে গেলে ঝামেলা হয়। খবর পেয়ে ভান্ডারিয়া থানার ওসি তাকে উদ্ধার করেন।

বর্তমানে কনস্টেবল মিখাইল ঝালকাঠী পুলিশ লাইনসে রয়েছেন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি