ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

নরসিংদীতে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৬

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ৫ জানুয়ারি ২০২২

ধাওয়া-পাল্টা ধাওয়াসহ নানা বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যদিয়ে নরসিংদীর ১৫ ইউপিতে চলছে ভোটগ্রহণ। সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্র দখল এবং ব্যালটে সিলমারাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সকাল ৮টায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতির পাশাপাশি বেড়েছে সংঘর্ষের ঘটনা।

বেলা ১২টার দিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে সিলমারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হন। একই সময়ে বাঘাব ইউনিয়নে বহিরাগতদের প্রবেশকে কেন্দ্র করে ভাংচূর করা হয়েছে ৪টি বাস। 

দুপুর সাড়ে ১২টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জোরপূর্বক ব্যালটে সিলমারাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর দুপুর ১টার দিকে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ে সিল মারাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষ বাঁধে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। 
 
পুটিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার জানান, এঘটনায় কাউকে আটক করা হয়নি। কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকলেও পুনরায় চালু করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি