ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ইঁদুর মারার বিষ খেয়ে তরুণীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ১০ জানুয়ারি ২০২২

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Ekushey Television Ltd.

ওষুধ খেতে গিয়ে ভুলক্রমে ইঁদুর মারার বিষ খেয়ে প্রাণ হারালেন আফরোজা বেগম (১৯) নামে এক তরুণী। 

রোববার রাতে নওগাঁর পোরশা উপজেলা গাঙ্গুরীয়া ডাকনিপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত তরুণী ওই গ্রামের সুজাউদ্দীনের মেয়ে।

জানা গেছে, রোববার সন্ধ্যায় ওষুধ খেতে গিয়ে ভুলক্রমে বাড়িতে রাখা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেন আফরোজা। এতে বিষক্রিয়ায় আক্রান্ত হলে প্রথমে তাকে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম খান বলেন, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি