ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

জয়পুরহাটে কিডনি বেচাকেনা চক্রের ৯ সদস্য আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৯, ১২ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

জয়পুরহাটে কিডনি বেচাকেনা দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব। দীর্ঘদিন ধরে এই চক্র দরিদ্র মানুষদের ফুসলিয়ে তাদের কিডনি বিক্রি করে আসছিল।

বুধবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব ৫-এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কালাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব।

র‌্যাব-৫ অধিনায়ক বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে জয়পুরহাটসহ পাশ্ববর্তী বিভিন্ন এলাকার নিরীহ, ঋণগ্রস্ত ও দরিদ্র মানুষদের ফুসলিয়ে তাদের কিডনি বিক্রি করে আসছিলেন।

আটককৃতরা হলেন- জেলার কালাই উপজেলার ওলিপুর গ্রামের মৃত আবু সাঈদের ছেলে খাজা ময়েন উদ্দিন(৪৪), একই গ্রামের আবুজার রহমানের ছেলে আজাদুল (৩৭), বহুতি গ্রামের বরহান উদ্দিনের ছেলে ফরকান আলী (৪৫), পাইকপাড়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে আফসার উদ্দিন (৫৬), মৃত আছির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫০), পূর্বকৃষ্টপুর গ্রামের মৃত আবু বক্কর ফকিরের ছেলে বাবলু ফকির (৫২), দুধইল নয়াপাড়া গ্রামের আবাস আলী মণ্ডলের ছেলে সোবহান মণ্ডল (৫২), মুজাহিদুল মণ্ডল(৪০) ও একই গ্রামের মৃত মোকলেছার রহমানের ছেলে সাজেদুল ফকির (৩৭)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিডনি বেচাকেনার সাথে তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে। কিডনি বেচাকেনা প্রতিরোধে দালাল চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাব-৫’র জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার তৌকির, সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ, প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্র নাথ মণ্ডল, সাধারণ সম্পাদক রতন কুমারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি