ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

বেনীপুর বাওড়ে নৌকা ডুবে পাহারাদারের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩১, ২৩ জানুয়ারি ২০২২

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বাওড়ে দায়িত্বরত অবস্থায় নৌকা ডুবে মারা গেছেন পাহারাদার বাদল গোলদার (৩৫) । অন্যান্য পাহারাদার পানি থেকে উঠতে পারলেও পানির নিচে তলিয়ে যান বাদল।

শনিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাদল জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের রেজাউল গোলদারের একমাত্র ছেলে। 

জানা যায়, সম্প্রতি বেনীপুর বাওড়ে পাহারাদার হিসাবে কাজে যোগ দেন বাদল। সে অন্যান্য দিনের মত শনিবার রাত সাড়ে ৯টায় অন্যান্য পাহারাদারদের সাথে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে বাওড়ের চারদিকে পাহারা দিচ্ছিলেন। এক পর্যায়ে তাদের নৌকাটি হঠাৎ পানিতে তলিয়ে যায়।

এ সময় অন্যান্য পাহারাদার পানি থেকে উঠতে পারলেও পানির নিচে তলিয়ে যায় বাদল। পরে বেনীপুর গ্রামের মানুষ বাওড়ের পানি থেকে বাদলের মৃতদেহ উদ্ধার করেন।

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনা।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক বলেন, বাওড়ে পাহারা দেয়ার সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবে বাদল নামে এক পাহারাদারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি