ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪১, ২৪ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় একটি বহুতল ভবনের নিচতলায় রান্না ঘরের সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মোস্তফা কামাল নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন।

রোববার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
 
জানা যায়, এএস টাওয়ারের নিচতলায় মোস্তফা কামাল সপরিবার নিয়ে বসবাস করেন। পরিবারের সবাই আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাতে দিয়াশলাই দিয়ে চুলা ধরাতে গেলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
এ ঘটনার পর আশেপাশের বাড়ির লোকজন আতংকিত হয়ে পড়েন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, বন্ধ ঘরে কোন কারণে গ্যাস লিকেজ হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এসময় আগুন ধরাতে গেলে বিস্ফোরণ হয়ে একজন দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি