ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

মোংলায় হরিণের ৫টি চামড়াসহ পাচারকারী আটক

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৫২, ২৫ জানুয়ারি ২০২২

মোংলার দ্বিজরাজ এলাকা থেকে পাঁচটি হরিণের চামড়াসহ আল আমিন (২৫) নামে সুন্দরবনের বন্যপ্রাণী পাচারকারীকে আটক  করেছে র‌্যাব। 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ১০টায় হরিণের চামড়াসহ তাকে র‌্যাব- ৬ সদস্যরা তাকে আটক  করে। সুন্দরবনের বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য আল আমিনের বাড়ি খুলনার ডাকোপ উপজেলার বানিশান্তা গ্রামে।

র‌্যাব-৬ এর কর্মকর্তা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, সুন্দরবন থেকে হরিণ শিকার করে চামড়া সংগ্রহ  করে তা চোরা বাজারে বিক্রির জন্য নিয়ে এলে গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক বন্যপ্রানী পাচারকারী চক্রের সদস্য আল আমিমকে প্রাথমিক জিজ্ঞেসাবাদ শেষে মামলা দিয়ে হরিণের পাঁচটি চামড়াসহ তাকে মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাবের এই কর্মকর্তা।  
কেআই// 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি