ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ফতুল্লায় গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাতে হত্যা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩২, ২৯ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় আমান উল্লাহ আমান নামের এক গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা

শুক্রবার রাতে মাসদাইর পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। সে ঠাকুরগাঁও জেলায় জৈবন নেসার ছেলে ও মাসদাইর পাকাপুল এলাকায় আব্দুল আউয়ালের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয়রা জানান, রক্তাক্ত অবস্থায় আমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আনার আগেই আমান মারা যায়, জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে, পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি