ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা, জনজীবনে দুর্ভোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৬, ৩০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে কমছে না ঠাণ্ডার প্রকোপ। কয়েকদিন ধরে তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। সেই সাথে ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় জন জীবনে দুর্ভোগ নেমে এসেছে। 

শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। 

দিনে কিছুটা সময় সুর্যের তাপ ছড়ালেও বিকেল হতেই ঘন কুয়াশায় তাপ কমতে থাকে। এ অবস্থায় দিন মজুর ও নিম্ন আয়ের মানুষজন সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন।

স্থানীয়রা জানান, ‘কয়েক দিন ধরে প্রচুর ঠাণ্ডা। কাপড়চোপড় গায়ে দিয়েও থাকা যায় না। সব সময় মানুষেরা আগুনের পাশে বসে আছে। কাজকর্ম করতে পারছে না।’

এএইচ/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি