ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

নওগাঁর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের জয়জয়কার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৩, ১ ফেব্রুয়ারি ২০২২

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও একটিতে বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

সোমবার রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। 

নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউল হক খান বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে হাজীনগর ইউনিয়নে মোঃ আব্দুর রাজ্জাক (আ.লীগ), ভাবিচা ইউনিয়নে আলহাজ্ব ওবায়দুল হক (আ.লীগ), নিয়ামতপুর সদর ইউনিয়নে মোঃ বজলুর রহমান নঈম (আ.লীগ), রসুলপুর ইউনিয়নে মোঃ মোত্তালেব হোসেন বাবর (আ.লীগ), পাড়ইল ইউনিয়নে সৈয়দ মুজিব গ্যান্দা (আ.লীগ), শ্রীমন্তপুর ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম (আ.লীগ), বাহাদুরপুর ইউনিয়নে মোঃ মামুনুর রশিদ মামুন (আ.লীগ) ও চন্দননগর ইউনিয়নে মোঃ বদিউজ্জামান বদি (আ.লীগ-বিদ্রোহী)।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৮টি ইউনিয়নে ৯০টি কেন্দ্রের ৫৮৭টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। 

এই নির্বাচনে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি