ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

শিবপুরে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ৩ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নরসিংদীর শিবপুরের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় তাদেরকে হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মহাসড়কের পাশে চাদর মোড়ানো রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদহেদ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, মহাসড়কের পাশে পরে থাকা মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল তৈরি করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিতের পাশাপাশি হত্যার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি