ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মেহেরপুর ডিসির মোবাইল নম্বর হ্যাক করে চাঁদা দাবি

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৭, ৮ ফেব্রুয়ারি ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

মেহেরপুর জেলা প্রশাসকের সরকারি মোবাইল ফোনের সিম ক্লোন (হ্যাক) করে বিভিন্ন লোকের কাছ থেকে বিকাশ নম্বরে চাঁদা দাবি করেছে একটি গ্রুপ। এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা মো: সাজেদুর রহমান।

এ ঘটনায় সোমবার রাত সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির জহির উদ্দীন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) এন্ট্রি করেছেন। সাধারণ ডাইরি নং-৩২৬।

ডাইরিতে উল্লেখ করা হছে, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬.৪৫ মিনিটে জেলা প্রশাসকের ব্যবহৃত সরকারি মোবাইল ফোন ০১৭০৮-৪১০০০০ নম্বর থেকে জেলা প্রশাসকের গাড়িচালক মোমিন হোসেনকে দুই হাজার টাকা এই ০১৯৪৪-০৬৩৯৭৫ নম্বরে বিকাশ করতে বলা হয়। গাড়ি চালক কোনো কিছু না বুঝেই জেলা প্রশাসক ভেবে দুই হাজার টাকা বিকাশ করে দেন। 

এরপরও থেমে থাকেনি ওই হ্যাকার গ্রুপের কার্যক্রম। তারা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আরও কয়েকটি মোবাইল ফোনে কল দিয়ে দুই হাজার টাকা দেওয়ার জন্য বলে। 

রাতে টাকা পেয়েছেন কিনা জেলা প্রশাসকের কাছে জানতে চান গাড়িচালক মোমিন হোসেন। পরে জেলা প্রশাসক মুনসুর আলম খান তাকে বলেন, আমি তো কোন টাকা পাঠাতে বলিনি। 

এ ঘটনার পর জেলা প্রশাসকের পক্ষ থেকে নাজির জহির হোসেন থানায় জিডি এন্ট্রি করেন।

সদর থানার তদন্ত অফিসার মোঃ সাজেদুর রহমান জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে হ্যাকার চক্রকে খোঁজার চেষ্টা করা হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি