ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

রংপুর পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এসআই এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ১০ ফেব্রুয়ারি ২০২২

রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন বছর ২০২২'র জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ এসআই হয়েছেন মেট্রোপলিটন কোতয়ালি থানার এরশাদ আলী।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে আরপিএমপির বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারি পুলিশ সদস্যদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং অর্থ পুরষ্কার প্রদান করা হয়।

অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম।

এসময় পুলিশ কমিশনার, জানুয়ারি মাসে মহানগরির বিভিন্ন এলাকায় সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড এবং এ সংক্রান্তে রংপুর মেট্রোপলিটন পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনাপূর্বক অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃংখলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।

এবার জানুয়ারি মাসে শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার পেয়েছেন, হারাগাছ থানার রাজীব রায়। গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন এসআই স্বপন কুমার রায়। ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরস্কৃত হয়েছেন পরিতোষ চন্দ্র রায়।

সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি