ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

নিজ ঘরে মিললো বৃদ্ধার ঝুলন্ত মরদেহ 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২২

যশোরের বেনাপোলে নূরজাহান বেগম (৬১) নামে এক বৃদ্ধার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রাম থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নূরজাহান বেগম ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নূরজাহান বেগমের গলায় দঁড়ি পেঁচানো অবস্থায় নিজ ঘরের বাঁশের আড়ার সাথে মরদেহ ঝুলতে দেখে দড়ি কেটে নীচে নামানো হয়। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।
 
বৃদ্ধার ছেলে মহসিন জানান, ‘মা ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার ঘুমাতে যান। তারপর তার কোন সাড়া না পেয়ে ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে বাড়ির সবাইকে ডাকা হয়। কি কারণে মা আত্মহত্যা করেছেন সেটা আমরা কিছুতেই বুঝতে পারছি না।’

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি