ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৭, ১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাবেয়া বেগম নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী সোহেল আহমেদ অপুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে শান্তিনগর এলাকার সেলিম মিয়ার বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রাবেয়া বেগম ভোলা জেলার তাল্লুককান্দা গ্রামের তোফাজ্জল সিকদারের মেয়ে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান,, রাবেয়া বেগম এলাকার লোকজনের কাছে সুদে টাকা দিতেন। এ নিয়ে বিভিন্ন জনের সঙ্গে মোবাইলে কথা বলায় স্বামীর সাথে তার প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। দেড় মাস আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে চার পুত্র সন্তানকে বাসায় রেখে চলে যান স্বামী। 

সোমবার রাতে অপুকে বাসায় আসতে দেখেন অনেকে। সকালে তার স্ত্রীর জবাই করা লাশ ঘরের ভেতর পাওয়া যায়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি